Vodafone এবার 649 iPhone Forever Plan বন্ধ করে দিয়েছে। টেলিকম অপারেটর Vodafone গত বছরের ফেব্রুয়ারিতে তার পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য 649 আইফোন ফরএভার প্ল্যান চালু করেছিল। এখন সেই পরিকল্পনাটি Vodafone বন্ধ করে দিয়েছে। Vodafone অবশ্য এই পরিকল্পনাটি বন্ধ করার পিছনে কোনো কারণ প্রকাশ করেনি। তবে বর্তমানে টেলিকম অপারেটর Vodafone-এর তিনটি পোস্টপেইড পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে 399 টাকা, 499 এবং 999 টাকার পরিকল্পনা।
399 টাকার পোস্টপেইড প্ল্যানটিতে সমস্ত নেটওয়ার্কগুলিতে সীমাহীন কলএর সাথে 40 গিগাবাইট মাসিক ডেটা রয়েছে। আর 499 টাকার পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য পরবর্তী বিলিং চক্রের 200 গিগাবাইট ডেটা এগিয়ে দেওয়ার সাথে 75 গিগাবাইটের মাসিক ডেটা সরবরাহ করবে বলে জানিয়েছে এই টেলিকম অপারেটর। এটিতে সীমাহীন ভয়েস কলিং সুবিধার সাথে প্রতিদিন 100 টি SMS করা যাবে এবং 999 টাকার অ্যামাজন প্রাইম সদস্যপদও পাওয়া যাবে।