Categories: রাজ্য

নজরে ২১, ঘর গোছাতে তৎপরতা

২০২১- মেয়াদ শেষ হচ্ছে দ্বিতীয় পাঁচ বছরের। পাখির চোখ পরবর্তী আরও ৫ বছর। কিন্তু গলার কাঁটা হয়ে বিঁধছে ২০১৯- এর লোকসভা ভোটের ফলাফল। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এখন চওড়া ব্যাট ধরেছেন। বিরোধী শিবিরকে আর কোন লুস বল দিতে চান না। একদিকে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি, অন্যদিকে নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা – এই দুইয়ের মিশেলে বাজিমাত করতে চান ২০২১- এর বিধানসভা নির্বাচনে।
রাজ্য তথা দেশের বর্তমান রাজনীতি এখন এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে ব্যস্ত। দেশের শাসক কিংবা বিরোধী সকলেই এই ইস্যু গুলিকে নিয়েই তাদের রাজনৈতিক তৎপরতা জারি রেখেছে। কেউ পক্ষে কেউ বিপক্ষে – চলছে দেশজোড়া প্রচার। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এইসব ইস্যুগুলোকে হাতিয়ার করে বিজেপি বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে মমতার টিম। এরাজের বাম-কংগ্রেসও বিজেপি বিরোধী আন্দোলনে মমতার পিছনে পিছনে হাঁটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে এই ইস্যুগুলির সমর্থনে জনমত তৈরীর চেষ্টায় সচেষ্ট। অর্থাৎ এক কথায় এই সাম্প্রতিক ইস্যু গুলির মধ্যেই মজে রয়েছে সব দল।

কিছুটা ব্যতিক্রমী তৃণমূল। শুধু আন্দোলনের ধারাবাহিকতার উপর ভরসা নয়, ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের সংগঠন সাজাতেও তৎপর। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের বক্তব্য, জনমত তৈরিতে এবং নিজেদের দিকে টানতে যেমন আন্দোলনের ধারাবাহিকতা প্রয়োজন পাশাপাশি জনমতের সমর্থনকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সংগঠন খুব জরুরী। আর সে কথা বোঝেন বিচক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে প্রশান্ত কিশোরের পরামর্শও নেওয়া হচ্ছে তেমনটাই খবর তৃণমূল সূত্রের। লড়াকু মনোভাব, পরিশ্রমী, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন নেতাদের দলের বিভিন্ন শাখার সামনের সারিতে নিয়ে আসার উদ্যোগ শুরু হয়েছে। আর তার যাত্রা শুরু হতে চলেছে ছাত্র শাখা দিয়ে। ছাত্র সংগঠনের বড়সড় রদবদল আনা হতে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। ধাপে ধাপে দলের অন্যান্য শাখা সংগঠন গুলিতেও পরিবর্তন আনার পথে হাঁটবে তৃণমূল।

তৃণমূল ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তৃণমূলের একটি বিশেষ সূত্রে খবর, সভাপতির দৌড়ে রয়েছে তৃণমূলের সর্বকনিষ্ঠ দুই মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র সুদীপ রাহা। রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সুপ্রিয় চন্দও। পাশাপাশি, শোনা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান সহ সভাপতি তথা বহুদিনের ছাত্রনেতা গৌতম ভট্টাচার্য এর নাম। যদিও সূত্র বলছে, সুব্রত বক্সি ঘনিষ্ঠ গৌতম দীর্ঘদিন ধরেই এই দৌড়ে রয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় সে শীর্ষে। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেবাংশু, সুদীপ এবং সুপ্রিয়। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে কার নামে শীলমোহর পড়ে তা নিয়ে টানাপোড়েন চলছে। সোশ্যাল মিডিয়ায় এসব ছাত্র নেতারা যথেষ্ট সক্রিয়। সুবক্তাও।
তৃণমূল কংগ্রেস সেইসব মুখই এখন সামনে আনতে চাইছে যাদের জনভিত্তি রয়েছে। পুরভোটের আগে সাংগঠনিক পরিবর্তনগুলি সেরে নিতে চাইছে তৃণমূল এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আগামী এক বছর এই সাজানো সংগঠনকে সামনে রেখেই রাজনৈতিক ময়দানে থাকতে চাইছে রাজ্যের শাসক দল। তৃণমূলের এই কৌশল বিরোধীদের কতটা ঘায়েল করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

admin

Share
Published by
admin

Recent Posts

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

1 day ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

2 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

2 days ago

বিহারের জামুইতে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…

2 days ago

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

4 days ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

4 days ago