যারা এই শীতের দিনে পা ফাঁটার সমস্যায় আছেন তাদের জন্য আমার এই টিপস


সোমবার,২৭/০১/২০২০
10002

নান্দীরা রহমান---

 

নান্দীরা রহমান: মাত্র এক রাতের মধ্যেই পা ফাঁটার সমস্যার সমাধান মাত্র একটি উপায়ে! এর জন্য দরকার একটি মোমবাতি আর একটু সরিষার তেল…

প্রথমে একটি মোমবাতি গুড়ো করে নিন। এরপর একটি বাটিতে ২ চা চামচ পরিমাণ মোমবাতি গুড়ো ও একই পরিমাণ সরিষার তেল নিন।
তারপর একটি পাত্রে পানি গরম করুন। সেই গরম পানির পাত্রে বাটিটা বসিয়ে নাড়াচাড়া করুন। দেখবেন মোমবাতি গুড়োগুলো গলে সরিষার তেল এর সাথে মিশে গেছে। বোঝাই যাবে না আপনি তেলে অন্য কিছু মিশিয়েছেন…

এরপর তেলটা ঠাণ্ডা হয়ে গেলে দেখতে পাবেন যে তেলটা জমে ক্রিমের মতো হয়ে গেছে।
এরপর আপনার পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে পা মুছে নিন…. আপনার পায়ের যে অংশ ফেটে গেছে সেখানে ভালভাবে লাগান। এই ক্রিম লাগিয়ে সারারাত রাখতে হবে… পরদিন সকালে নিজেই রেজাল্ট পেয়ে যাবেন!!

এতে করে আপনার পা ফাটা দূর হবে এমনকি আপনার পা অনেক মোলায়েম হবে….আশা করছি পোস্টটা সকলের কাজে লাগবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট