রাতারাতি ব্রণ উধাও করবে রসুন


সোমবার,২৭/০১/২০২০
9859

ব্রন সমস্যায় ভুগেননি এমন মানুষ নেহাৎই কম আছে। প্রতিদিনই ব্রন নিয়ে ঝামেলার শেষ নেই। ব্রন সমস্যায় ছোট্ট একটা রসুনই আপনার সম্যার সমাধান করবে।

হালকা গরম পানিতে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখের ওপর কিছুক্ষন রাখুন। এতে লোমকূপ সহজে খুলে যাবে। তারপর একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে আধাআধি করে কেটে নিয়ে ব্রনের উপর আস্তে আস্তে ঘষতে থাকুন। প্রথমে একটু জ্বালা করতে পারে কিন্তু ভয় নেই। তবে খুব বেশি জ্বালা করলে ব্যাবহার না করাই ভালো। আর পরদিন সকালে দেখুন ফলাফল!

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট