লাদাখ আনলিমিটেড


সোমবার,২৭/০১/২০২০
8998

অমল চ্যাটার্জী ---

অমল চ্যাটার্জী : লে শহরের পনেরো বছর আগেও একটা নিজস্ব গন্ধ ছিলো। যেটা আজ আধুনিকতার ছোঁয়ায় আর পাঁচটা শৈল্য শহরের সাথে প্রায় এক হয়ে গেছে।
সেই অজস্র গাড়ি আর গাড়ির ধোঁয়া, হাজার হোটেল, শপিং মল, এটিএম, দালালরাজ আর ক্রমবর্ধমান শহর।

আগের মতই আমার এখনো প্রিয় জায়গা ওল্ড লে। পরিবর্তন হলেও প্রায় একই আছে এখনো।
বিশাল ব্যাকড্রপ, একই ধরনের বাড়ি, গুম্ফা আর মসজিদের সহাবস্থান, আর মাঝে ঐ পোলো‌গ্রাউন্ড… লে প্যালেসের সামনে দাঁড়িয়ে এদিকে দেখতে যে কি ভালো লাগে…!!!!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট