জয়চন্ডী পাহাড় ও গড়পঞ্চকোট ll পুরুলিয়া ll


সোমবার,২৭/০১/২০২০
10323

ইভা দত্ত ফ্লাইহাই---

ইভা দত্ত ফ্লাইহাই: হীরক রাজার দেশে……পুরুলিয়া জায়গাটি যে এতো সুন্দর তা আগে জানতাম না l জয়চণ্ডী পাহাড় তার মধ্যে অন্যতম l সবুজে মোড়া পাহাড় l তার মধ্যে দিয়ে সিঁড়ি উঠে গেছে l প্রায় পাঁচশোটি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয় ওপরে l সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে এখানেই শুটিং হয়েছিল l পাহাড়ের একদম টপে আছে চন্ডি মা এর মন্দির l এতো সুন্দর পরিবেশ যে ভাষায় বর্ণনা করাটা যথেষ্ট নয় হয় তো l পুরুলিয়ার খরচ ও এমন কিছু বেশি না l উইকেন্ড প্ল্যান করে যাওয়া যেতেই পারে l

ওখান থেকে ঘুরে আসতে পারেন গড়পঞ্চকোট l ঐতিহাসিক জায়গায় ধ্বংসাবশেষ l পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত l বর্গী আক্রমণের কারণে রাজত্বটি ধ্বংস হয় l এখন ধ্বংসাবশেষ ই তার সাক্ষী l….

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট