ঘোষিত হল ২০২০ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম৷


রবিবার,২৬/০১/২০২০
615

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

প্রজাতন্ত্র দিবসের আগে প্রতিবছর পদ্মসম্মানপ্রাপকের তালিকা প্রকাশ করে ভারত সরকার। চলতিবছর পদ্ম সম্মান পাচ্ছেন ১৪১ জন। পদ্মবিভূষণ প্রাপকের সংখ্যা ৭।  ১৬ জন পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার। পদ্মশ্রীপ্রাপক ১১৮ জন। মরণোত্তর পদ্মভূষণ পাচ্ছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। শিল্পক্ষেত্রে অবদানের জন্য এবছর পদ্মভূষণ পাচ্ছেন বাংলার অজয় চক্রবর্তী।সামাজিক ক্ষেত্রে অবদানের পদ্মভূষণ পাচ্ছেন কাশ্মীরের নেতা মুজফ্ফর হোসেন বাগ। পদ্মভূষণ পাচ্ছেন শাটলার পি ভি সিন্ধু ও শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।পদ্মশ্রী পাচ্ছেন বাংলার শিক্ষক কাজি মাসুম আখতার,

 

চিকিত্সদক সুশোভন বন্দ্যোপাধ্যায়, অরুণোদয় মণ্ডল ও শিল্পী মণিলাল নাগ।বিনোদন জগতে পদ্মশ্রী পাচ্ছেন করণ জোহর, একতা কপূর, কঙ্গনা রানাউত ও গায়ক সুরেশ ওয়াদেকর সহ আরও অনেকে। সাধারণতন্ত্র দিবসের আগের রাতে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। ১১৮ জন পদ্মশ্রী, ৭ জন পদ্ম বিভূষণ, ১৬ জন পদ্মভূষণ প্রাপকের নামের চূড়ান্ত তালিকা তৈরি হল। বাংলার বেশ কয়েকজন ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার গ্রহণ করতে চলেছেন,।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট