এই প্রথম সিআরপিএফ-এর পূর্ণ মহিলা বাইক বাহিনীর অংশ নিল কুচকাওয়াজে।


রবিবার,২৬/০১/২০২০
557

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। রাজধানীর রাজপথে  কুচকাওয়াজ হয় আজ। এবছর ৭১ তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এটি তৃতীয়বার যেখানে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত রয়েছেন  ব্রাজিলিয় প্রেসিডেন্ট।

বায়ুসেনার এমআই-১৭ এবং সশস্ত্র হেলিকপ্টার রুদ্র, যারা অভিবাদন জানাবে প্রধানমন্ত্রী-সহ উপস্থিত আমন্ত্রিতদের। লাদাখে আজ পালিত হল প্রজাতন্ত্র দিবস। ১৭ হাজার ফুট উচ্চতায় আজ মহা সমারোহে পালিত হল ৭১তম প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক সবাই ব্যস্ত ভারতমাতার আরাধনায়। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সব জায়গাতেই আজ উড়ছে তেরঙ্গা। বাজছে দেশাত্মবোধক গান।

এই প্রথম সিআরপিএফ-এর পূর্ণ মহিলা বাইক বাহিন‌ী অংশ নিল কুচকাওয়াজে। দলটির নেতৃত্ব দিলেন ইন্সপেক্টর সীমা নাগ। দলটি নানা সাহসী স্টান্ট দেখানোর পর একেবারে শেষে মানব পিরামিড নির্মাণ করেন চলন্ত মোটরসাইকলের উপরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট