অসমঃ এ দিন সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পরে দধুলিয়াজান, সোনারী-সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে।যা নিয়ে রীতিমতো অতাঙ্কিত অসমবাসী। ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।চরাইদিউ এবং ধুলিয়াযান জেলা থেকে যে বিস্ফোরণের খবর পাওয়া যায়, তার তীব্রতাও খুব একটা বেশি ছিল না। সুত্রের খবর রবিবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় ডিব্রুগড়ের জেলায় ৩৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গ্রহম বাজারে একটি দোকানে। দ্বিতীয় বিস্ফোরণ হয় ডিব্রুগড়ের একটি গুরুদ্বারের কাছে। পরে, ডিব্রুগড়ের দুলিয়াজানে পুলিশ স্টেশনের কাছেই তৃতীয় বিস্ফোরণ হয়।
প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম।
রবিবার,২৬/০১/২০২০
536
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---