দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করে ৭১তম প্রজাতন্ত্র দিবসের সূচনা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অমিত শাহ, সস্ত্রীক মনমোহন সিং সহ বিশিষ্টজনেরা। পতাকা উত্তোলনের পর দেশের বীরদের পদক পরিয়ে সম্মান জানান রাষ্ট্রপতি।উপস্থিত দেশ-বিদেশের বহু বিশিষ্ট অতিথিরা। উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রায় সব মন্ত্রী ও বিরোধী নেতা-নেত্রীরাও। এরপর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।
বর্ণাঢ্য ট্যাবলো থেকে সামরিক কুচকাওয়াজ– মহা ধুমধামের সঙ্গে রাজধানীতে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।
রবিবার,২৬/০১/২০২০
340
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---