বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন দেশের বিভিন্ন দুর্গম স্থানে নিরাপত্তার কাজে কর্তব্যরত সামরিক এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরাও।


রবিবার,২৬/০১/২০২০
403

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৭১ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজপথে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে সিআরপিএফ-এর মহিলা বাইক চালকদের দল। বিশেষ স্টান্টও প্রদর্শন করবেন তাঁরা।বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন দেশের বিভিন্ন দুর্গম স্থানে নিরাপত্তার কাজে কর্তব্যরত সামরিক এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরাও। ১৯৫০ খ্রিঃ থেকে ভারত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অথবা গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাম্মানিক রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে আসছে। ১৯৫০ থেকে ১৯৫৪ খ্রিঃ পর্যন্ত বিভিন্ন স্থানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবস ভারতে বছরে পালিত সবচেয়ে উদযাপিত দিবসের মধ্যে একটি। এই বিশেষ ছুটির দিনটি সেই দিনটিকে চিহ্নিত করে যে দিন ভারতে ভারতের সংবিধান কার্যকর করা হয়। ২৬ জানুয়ারি, ১৯৫০, ভারত আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন জাতি হিসাবে নিজেকে স্বীকৃত প্রদান করে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট