বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দিলীপ ঘোষকে আমরা পাগল আখ্যা দিয়েছে। তিনি যত কথা বলবেন বিজেপি দল তত একটা করে ধাপ নেবে যাবে। ইতিমধ্যে সেই পতন শুরু হয়ে গেছে বলে দাবি করলেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “পাগল দিলীপ ঘোষ” সম্পর্কে একটা মন্তব্য করবেন না তিনি।
https://youtu.be/DtkzbbLfmDQ