হাতির হানায় মৃত পরিবারের হাতে দ্রুত সরকারি ক্ষতিপূরণ তুলে দিলেন কর্মাধ্যক্ষ নেপাল সিংহ


শুক্রবার,২৪/০১/২০২০
798

পশ্চিম মেদিনীপুর:- শালবনীর বিভিন্ন অংশে বিগত দশ দিন ধরে তান্ডব চালাচ্ছে বন্য হাতির দল। গজরাজদের আক্রমনে ব্যাপক শস্যহানির পাশাপাশি প্রানহানিও একাধিক। পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ আজ শালবনীর ৪ নং বাঁকিবাঁধের অঞ্চল প্রধান কৌশিক দোলই কে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে হাতির হানায় মৃত কালীপদ মাহাতোর স্ত্রী লুলকি মাহাতো ও পুত্র বনমালী মাহাতো র হাতে জননেত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সহানুভূতিশীল সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়ে এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে তিন লক্ষ টাকার চেক বন দফতরের তরফ থেকে তুলে দিলেন। নেপাল বাবু ও উপস্থিত বন দফতরের আধিকারিকরা শ্রীদাম ঘোষ সহ উপস্থিত গ্রামবাসীদের আশ্বাস দেন, আগামীদিনে এই হাতির তান্ডব রুখতে একটি স্থায়ী রূপরেখা তৈরীর প্রচেষ্টা চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট