বাংলাদেশে মায়ের পা ধুয়ে ৯০০ শিক্ষার্থীর শ্রদ্ধা


শুক্রবার,২৪/০১/২০২০
621

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পিরোজপুরের মঠবাড়িয়ায় মা সমাবেশে পা ধুয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ৯০০ শিক্ষার্থী। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক শামীমা সুলতানা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন হালদার, শিক্ষক পারভেজ তালুকদার, নাছরিন আক্তার প্রমুখ। সমাবেশ শেষে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। এ সময় সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন মায়েরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট