বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম আট গ্রেড পর্যন্ত কোটা থাকছে না


শুক্রবার,২৪/০১/২০২০
612

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সরকারি চাকরিতে অষ্টম থেকে উপরের দিকে (১ম৮ম) গ্রেডে সরাসরি নিয়োগে কোনো কোটা থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০ জানুয়ারি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোটা বাতিলের পরিপত্রে নবম গ্রেড যেহেতু প্রথম শ্রেণি, নবম গ্রেডে যখন নিয়োগ হবে তখন কোটা পদ্ধতি থাকবে না।

মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়: নবম ও তদূর্ধ্ব গ্রেড (পূর্বতন ১ম শ্রেণি) এবং ১০ম১৩তম গ্রেডের (পূর্বতন ২য় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগে প্রদান করা হবে। কোনো কোটা থাকবে না।  উল্লেখ্য, ‘জাতীয় বেতন স্কেল ২০১৫তে শ্রেণির পরিবর্তে গ্রেড উল্লেখ করা হয়েছে। আগের ১ম শ্রেণির পদ বলতে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদকে বোঝানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট