হাতির লেজ ধরে টানাটানির ঘটনায় ব্যাবস্থা নেওয়ার উদ্যোগ বন দফতরের


বুধবার,২২/০১/২০২০
978

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার টুলিবর গ্রামে হাতিকে উত্তক্ত করা নিয়ে বন দফতর ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানাল বুধবার।উল্লেখ্য,মঙ্গলবার এই এলাকায় দলছুট একটি পূর্ণবয়স্ক হাতি যখন লোকালয় থেকে জঙ্গলের দিকে যাচ্ছিল তখন কিছু গ্রামবাসী হাতিটির লেজ ধরে টানাটানি করছিল,যার ভিডিও মঙ্গলবার রাত থেকে ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়।আর এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ বন দফতরের ঝাড়গ্রাম ডিভিশন। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত।

https://youtu.be/EHLXCi0zR00

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট