নেতাজিকে অসম্মান করেছে বিজেপি : সেলিম


বুধবার,২২/০১/২০২০
881

মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বললেও তার সম্মান দেওয়ার ক্ষেত্রে কোন কার্যকরী ভূমিকাই পালন করেনি কেন্দ্রের বিজেপি সরকার। কলকাতা বন্দরের নামকরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করে উল্টে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হয়েছে। কারণ কলকাতা বন্দরের একটি টক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রয়েছে। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে পালন করবে তারা। এই দিনটি গোটা দেশে দেশপ্রেম দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হলেও কেন্দ্রের বিজেপি সরকার মান্যতা না দেওয়ায় কাষোভ ব্যক্ত করেন এই সিপিএম নেতা। মহম্মদ সেলিম বলেন, ঝাড়খন্ডে নেতাজির জন্মদিনে ছুটি বন্ধ করে দিয়েছিল আগের বিজেপি সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের দিনটিতে ছুটি ঘোষণা করে সঠিক সম্মান দিয়েছেন।

https://youtu.be/8WFEhsPR2l8

নাগরিক আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় দীর্ঘসূত্রিতা কাম্য নয় বলে। এদিনের সাংবাদিক সম্মেলনে বললেন মহম্মদ সেলিম। তিনি বলেন দেশের কোটি কোটি মানুষ ওই মামলার দিকে তাকিয়ে আছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট