নিচে রূপ পরিচর্যার কিছু ফেসপ্যাক দেওয়া হলো-


বুধবার,২২/০১/২০২০
639

*ত্বককে নরম এবং চকচকে করতে, ৫০ মিঃ গ্রাঃ টমেটো রসের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিলিয়ে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ৫-৭ মিনিট পর ধুয়ে ফেলুন।

*এক টেবিল চামচ লেবুর রস ও এক কাপ দই মেশান, প্যাকটি মুখে ও সমস্ত শরীরে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন, প্যাকটি আপনার ত্বকের রং উজ্জ্বল করবে এবং সতেজ করবে।

*এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ আমন্ড বাদাম বাটা, আধা চা চামচ লেবুর রস মিলিয়ে খুব আলতো করে ঘষে ঘষে মুখে লাগান, ২০ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ।


*২/৩ টি আঙুর নিন, উপরের খোসা ছাড়িয়ে আঙুরগুলোকে চটকে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
(লাইক আর শেয়ার দিয়ে অলটাইম একটিভ থাকুন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট