ঠোঁটের স্বাভাবিক রং বজায় রাখতে চান?


বুধবার,২২/০১/২০২০
686

ঠোঁট কালচে হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। বিভিন্ন কারণে ঠোঁট কালচে হয়ে যায়। বেশি চা, কফি পান, রোদের সংস্পর্শে আসা ইত্যাদি ঠোঁটকে কালচে করে দেয়। ঠোঁটের স্বাভাবিক রংকে ঠিকঠাক রাখতে কিছু উপায়ের কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. বেশি কালো পানীয় পান ঠোঁটকে কালচে করে দেয়। তাই কফি, চা বা যে কোনো কালো পানীয় পান করা থেকে বিরত থাকুন। আর যদি পান করতেই হয় তাহলে স্ট্র ব্যবহার করুন।

২. ঠোঁটে মৃত কোষ জমে থাকলে অনেক সময় ঠোঁট কালচে দেখায়। মৃত কোষ দূর করতে বাজারের স্ক্রাব ব্যবহার করতে পারেন। এ ছাড়া বাড়িতে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। সেজন্য মধুর মধ্যে চিনি দিয়ে ঠোঁটে হালকাভাবে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন।

৩. শরীরে পানিশূন্যতা হলে প্রথম এটি বোঝা যায় ঠোঁটে। তাই পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এতে ঠোঁট সতেজ ও সুন্দর থাকবে।

৪. লিপস্টিক লাগানোর পর ভালোভাবে পরিষ্কার করুন। লিপস্টিক ভালোভাবে পরিষ্কার না করলে ঠোঁট কালো হওয়ার আশঙ্কা থাকে। তাই অন্তত ঘুমানোর আগে অবশ্যই ঠোঁট ভালোভাবে পরিষ্কার করুন।

৫. ত্বক ও চোখের মতো সূর্যের আলো থেকে কিন্তু ঠোঁটকেও সুরক্ষা দেওয়া প্রয়োজন। তাই এসপিএফ আছে এমন লিপবাম ব্যবহার করুন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট