ভারত সেবাশ্রম সংঘের বিরাটি হিন্দু মিলন মন্দিরে তিনদিনব্যাপী শুরু হল বার্ষিক উৎসব এবং প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব। অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রা বিরাটি শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি এবং এলাকার সাধারণ মানুষ ও প্রণবানন্দ মহারাজের ভক্তগন। তিন দিনব্যাপী এই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার পাশাপাশি দীক্ষা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিষেক, অন্নকূট পূজা, বৈদিক শান্তি যজ্ঞ, প্রসাদ বিতরণ,সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হবে। বিরাটি হিন্দু মিলন মন্দিরের সম্পাদক মানস দত্ত এবং প্রণবানন্দ মহারাজের অন্যতম ভক্ত শুভাশিস বাগচী বলেন সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তারা নিয়োজিত থাকেন। দুস্থ মানুষের সেবায় সব ধরনের ব্যবস্থা তারা পালন করেন। গরীব ছাত্রদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থাও বিরাটি হিন্দু মিলন মন্দির আছে বলে জানালেন তাঁরা।
আগামীকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, অধ্যাপক তিলক ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। আগামী 23 জানুয়ারি দোস্ত মানুষদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি রেখেছে ভারত সেবাশ্রম সংঘ।