বেহালা সখের বাজার অক্সফোর্ড মাঠের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন লাগে। গাড়ির ড্রাইভার বাস সাইড করে দরজা-জানলা বন্ধ করে পাশ একটি হোটেলে খাবার খেতে গেছিলো প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বাসের ঠিক পাশে একটি ঝুপড়ি ছিল সেই ঝুপড়ি তে কোন এক মহিলা রান্না করছিল সেই রান্নার উনন থেকে ঝুপড়ি তে আগুন লেগে যায় এবং বাসটি যেহেতু একেবারে পাশে ছিল। বাসে তেলের ট্যাঙ্ক এ আগুন পড়ে সেই থেকে পুরো বাসে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
https://youtu.be/fa89vitBe-g