হাওড়ার বাগনানে খুন তৃণমূল নেতা


মঙ্গলবার,২১/০১/২০২০
843

হাওড়া,বাগনান: হাওড়ার বাগনানে খুন তৃণমূল নেতা। মৃতের নাম শেখ আসাদুল। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা।আমতা বিধানসভা কেন্দ্রের বাগনানের বাইনান অঞ্চলে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন শেখ আসাদুল রহমান। সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর এলাকায় সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরিবার জানা গেছে, মঙ্গলবার ভোরে আসাদুলকে ফোন করে কেউ ডেকে পাঠায়। তারপর সাইকেল নিয়ে তিনি বেরিয়ে যান।সাইকেলে যাওয়ার সময়েই আসাদুলকে দুষ্কৃতীরা ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে বলে অনুমান করছেন পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।তাঁর এমন পরিণতিতে এলাকার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল থেকে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

এদিন সকালে ঘন্টাখানেক নারিট বাগনান পথ অবরোধ করেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীরা এখনও অধরা।তদন্তে নেমে পুলিশ প্রথমে আসাদুলের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে। তার ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজ চলছে। রাজনৈতিক শত্রুতার জেরে খুন নাকি অন্য কোনও কারণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট