মহিলাদের উদ্যোগে স্বাস্থ্য ও সংস্কৃতির চেতনা


সোমবার,২০/০১/২০২০
676

এলাকায় সুস্থ সাংস্কৃতিক চেতনায় এবং দুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছেন একদল মহিলা। বহে আনন্দ ধারার ব্যানারে গড়িয়ার নারকেল বাগানে রবিবার আয়োজন করা হয়েছিল স্বাস্থ্য শিবিরের। আগামী ২ ফেব্রুয়ারি এলাকার খুদেদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও নিয়েছে তাঁরা।

সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে রবিবাসরীয় দিনে একাধিক সামাজিক কর্মসূচি পালিত হলো গড়িয়ার নারকেলবাগানে। সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য বহে-আনন্দধারার পরিচালনায় ও চলাচল সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রক্তের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করার ব্যবস্থা করেন আয়োজকরা। উদ্যোক্তারা জানালেন, সারা বছর ধরেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিযুক্ত রয়েছেন তারা।

মূলত মহিলাদের দ্বারা পরিবেষ্টিত স্ব-শাসিত স্বাধীন এই দলের প্রত্যেক সদস্যের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এই দল সাংস্কৃতিক মনোভাব গড়ে তুলবার উদ্দেশ্যে এলাকার ছেলেমেয়েদের নিয়ে নাচ গান আবৃত্তি ও নাটকের ধারাবাহিকভাবে ব্যবস্থা করে চলেছে। আগামী ২ ফেব্রুয়ারি বহে আনন্দধারার পরিচালনায় একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট