।। কবিতা।।- বুকের ভিতর


সোমবার,২০/০১/২০২০
1619

।। কবিতা।।

বুকের ভিতর

পিয়ালী গাঙ্গুলি

বুকের ভিতর একটা রক্তপাত হচ্ছে
ফালাফালা হয়ে যাচ্ছে
যা কিছু ছিলো বেঁচে থাকার বৃত্তান্ত
যন্ত্রণায় চিৎকার করছে ভিতরের সংসার,
এগুলো আমার চেনা
মাঝেমাঝেই যে হয়ে থাকে এইসব বিধ্বংস।

কিন্তু আজ,
কি যেন একটা অন্যরকম
যার সাথে পরিচয় নেই আমার,
একটা দ্বন্দ্ব নিয়ে বুকের দিকে তাকিয়ে দেখি
রক্ত ঝরেছে, কাটাছেঁড়াও হয়েছে
গলাও ভেঙে গেছে অন্তরমহলের আবাসিকদের,

কিন্তু, রক্তপাতের গন্ধটা হিমোগ্লোবিনের নয়
তবে কি সালোকসংশ্লেষের?
কারণ, রক্তের রঙটা যে সবুজ………..

পিয়ালী গাঙ্গুলি

পিয়ালী গাঙ্গুলি

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট