শীতের মরসুমে বহু পরিযায়ী পাখির দেখার মেলে , ফলে শীতের মরসুমে এই চত্বরে বহু পর্জটক ভীড় জমান।পাশাপাশি বছরের এমন সময় বহু পরিযায়ী পাখির দেখা মেলে সাঁতরাগাছির ঝিলে। তবে এইবছর সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা বেশ অনেকটাই বেড়েছে। সূত্রের খবর ২০১৯ সালে যেখানে পরিযায়ী পাখির সংখ্যা ছিল ২৮৮৯, এবার তা বেড়ে হয়েছে ৪৫৪০টি।গত বছরের তুলনায় প্রায় এক হাজার পাখি বেশি এসেছে।এমনকী রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির পরিযায়ী পাখিও। স্বাভাবিক ভাবে নানা ধরনের পরিযায়ী পাখির দেখা মেলায় খুব খুশি পর্জটকদের একাংশ।
সাঁতরাগাছি ঝিলে বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা।
রবিবার,১৯/০১/২০২০
712
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---