রবিবার সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে অজিদের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে বিরাট ব্রিগেড। আগের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে ভারতীয় দল। আজ সিরিজের ফয়সালা ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত –অস্ট্রেলিয়া। আজকের মাচে নির্নায়ক হয়ে যাবে সিরিজ কার দখলে। দুই দলই সিরিজ নিজেদের দখলে রাখতে আজ মরিয়া হয়ে মাঠে নামছে। রবিবারের মেগা ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচেই ফিল্ডিং করার সময় চোট পান রোহিত । ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে একটি বল ধরতে গিয়েই বাঁ-দিকের কাঁধে চোট পান তিনি। রবিবার সকালে তাঁদের চোটের অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ফলে আজকের ম্যাচে তাঁর খেলা নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরী হয়েছে। আজ সিরিজের হাইভোল্টেজ ম্যাচে দুটি দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
আজ চিন্নাসামীতেই স্থির হয়ে যাবে সিরিজ কার
রবিবার,১৯/০১/২০২০
614
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---