পুরভোটে রাজ্যের শাসক দলের ভোট লুঠ আটকাতে বিজেপির সঙ্গে লড়াই করতে প্রস্তুুত সিপিএম


রবিবার,১৯/০১/২০২০
702

পুরভোটে রাজ্যের শাসক দলের ভোট লুঠ আটকাতে বিজেপির সঙ্গে লড়াই করতে প্রস্তুুত সিপিএম। শনিবার এইকথা জানান সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার। প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সবার আগে পুরভোটে ভোট লুঠ আটকাতে হবে। তারজন্য সিপিএম কর্মীরা বিজেপি সহ সব রাজনৈতিক সঙ্গে দলের কর্মীদের নিয়ে লড়াই করতে প্রস্তুুত। আমাদের শুধুমাত্র ভোট লুট আটকাতে নিচু তলার কর্মীদের কোন ছুতমার্গ রাখতে বারন করেছি। তবে পুরভোটের প্রস্তুুতি কলকাতা জেলা সিপিএম আগামী ২০ জানুয়ারী শহিদ মিনারে একটি সভা ডেকেছে। কলকাতার সিপিএম কর্মীদের নিয়ে এই সভাহবে। সভাতে কলকাতার সিপিএম কর্মীরা অংশগ্রহন করবে। পাশাপাশি কলকাতার মোট ৮০ টি ওয়ার্ডেে সিপিএম তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় রয়েছে।

https://youtu.be/QE04lQ5gt0s

কিন্তুু বামেরা বৃহত্তর বামফ্রন্ট ও কংগ্রেসকে নিয়ে লড়াই করবে বলে জানান সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার। তারজন্য কলকাতা জেলা সিপিএমের নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে শীঘ্রই আলোচনা করবে। তৃণমূলের বিরুদ্ধে শক্তহাতে লড়াই করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলিতে একজায়গায় এনে লড়াই করবে বলে জানান কল্লোল মজুমদার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট