ধুতি-পাঞ্জাবি ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনল প্রমিত মুখার্জীর ফ্যাশন ব্র্যান্ড তসম


রবিবার,১৯/০১/২০২০
5546

বাঙালির ঐতিহ্যের পোশাক ধুতি-পাঞ্জাবি। সেই ঐতিহ্য যেন ভুলতে বসেছে তারা। বাঙালির চিরাচরিত সেই ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনল প্রমিত মুখার্জীর ফ্যাশন ব্র্যান্ড তসম। বাঙালির সেই ঐতিহ্যকে নব সাজে নতুন আঙ্গিকে তুলে ধরা হল দর্শকদের সামনে। তসম এর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে
আইসিসিআর-এ শনিবার সন্ধ্যায় আয়োজন করা হয় ফ‍্যাশান শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান,অভিনেতা বরুণ চন্দ , পন্ডিত মল্লার ঘোষ, সমাজসেবী তথা সিটি কেবিল-এর ডিরেক্টর সুরেশ শেঠিয়া, ফ‍্যাশান ডিজাইনার অলকানন্দ রায় সহ বিশিষ্টজনেরা। ফ‍্যাশান শো-র র‍্যাম্পে হাঁটেন তরুণ প্রজন্মের ফ্যাশন ডিজাইনাররা। সম্পূর্ণ বাঙালি সাজে এই ফ্যাশান সো ছিল চমকপ্রদ। শুধু ফ্যাশান ডিজাইনাররাই নন, অভিনেতা বরুণ চন্দ, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান, অলকানন্দা রায়ও ফ্যাশান শোতে অংশ নেন।

https://youtu.be/bHcqxnrY17A

এই প্রথম ফ‍্যাশান শোয়ের থিম মিউজিক করছেন পন্ডিত মোল্লার ঘোষ। পুরুষ ও মহিলা সহ চোদ্দ জন র‍্যাম্পে হাঁটেন। নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনাররা এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট