গুরুপদ হেম্ব্রম স্মৃতিকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো গোয়ালতোড়ে


শনিবার,১৮/০১/২০২০
604

পশ্চিম মেদিনীপুর :- গোয়ালতোড়ের খাপরিভাঙ্গা খেরওয়াল জুমিৎ গাঁওতা ক্লাবের গুরুপদ হেম্ব্রম স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। ১৬ দলীয় এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ৬৬ নং ব্যাটলিয়নের কমান্ডার অজয় কুমার সিং। এছাড়াও উপস্থিত ছিলেন সেকেন্ড কমান্ডার ভাস্কর আনন্দ, অধ্যাপক শিশির হাজরা প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে অতিথিদের সাঁওতালি রীতিতে বরণ করে নেওয়া হয়। ক্লাবের সভাপতি লক্ষীরাম মান্ডি জানিয়েছেন এই প্রতিযোগিতা আমাদের এই প্রথম। প্রতিযোগিতায় মোট পুরষ্কার মুল্য ২৬ হাজার টাকা।

জঙ্গলমহলের প্রত্যন্ত এক গ্রামের ক্লাবের খেলাধুলার প্রতি এই আগ্রহ দেখে খুবই খুশি প্রধান অতিথি কমান্ডার অজয় কুমার সিং। তিনি ক্লাব কে খেলাধুলার জন্য সমস্তরকমের সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট