মৌসুনি আইল্যান্ড


বৃহস্পতিবার,১৬/০১/২০২০
6743

অতীশ মুখার্জী ---

অতীশ মুখার্জী : শিয়ালদহ(দক্ষিণ) থেকে নামখানা লোকাল( সকাল ৭টা ১৫ )। তারপর নামখানা স্টেশন থেকে টোটো/মোটর ভ্যান এ হুজ্জতি ঘাট সেখানে পৌঁছে ভটভটি নৌকোয় করে নদী পার হতে হবে। নদী পার হয়ে ওখান থেকে টোটো ধরে মৌসুনি আইল্যান্ডের CAPTAIN’S TENT এ।।(নিজ খরচে)

একটা perfect weekend destination।।সারা সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর সপ্তাহ শেষে চলে আসুন আমাদের ক্যাম্পে।। আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছি।।

◆◆আমরা আপনাদের জন্য টেন্ট,mud house, কটেজ সাথে attach bath, ফ্যামিলি টেন্টের ব্যাবস্থা রেখেছি,সমুদ্রের একদম পাশেই আমাদের এই ক্যাম্প-এ রয়েছে একটু গা এলানোর জন্য দোলনা। সাথে ভালো মন্দ গ্রামবাংলার খাবার,
সন্ধেবেলা আপনারা চাইলেই করতে পারেন bonfire,, যা আনার সন্ধ্যে কে করে তুলবে আরো রোমাঞ্চকর, সাথে আড্ডা আর গান চলতেই পারে,শহর থেকে অনেক দূরে নিজেকে খুঁজে পাওয়া।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট