বাংলাদেশে ১৭ মার্চ সন্ধ্যায় সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলন


বৃহস্পতিবার,১৬/০১/২০২০
564

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম আগামী ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। ১৫ জানুয়ারি বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন শ্রেণির পেশাজীবী নেতাদের সাথে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আলোচনাসভায় অন্যদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বক্তব্য দেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট