দক্ষিন ২৪ পরগনাঃ রাত পেরোলেই মকর সংক্রান্তি। গঙ্গাসাগর মেলায় উপছে পড়েছে ভীড়।বহু দুর দুরান্ত থেকে সাধুসন্তরা উপস্থিত হয়েছেন মেলায়।সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটছে মেলা চত্বর জুড়ে।এছাড়া সাথে রয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি। এই বছর বেশ কয়েকটি অভিনব উদ্যোগ গ্রহন করা হয়েছে মেলা কর্তৃপক্ষ এর তরফ থেকে।যেমন এয়ার এম্বুলেন্স সহ হেলিকপ্টার। এছাড়া রয়েছে ইন্টারনেট পরিষেবা।প্রতি বছরের মত এই বছরেও মেলা চত্বর জুড়ে লাখ লাখ পুর্নার্থী উপস্থিত হয়েছেন
সব সাগর বারবার গঙ্গাসাগর একবার
বুধবার,১৫/০১/২০২০
648