দক্ষিন ২৪ পরগনাঃ রাত পোহালেই মকর সংক্রান্তি। লাখ লাখ পুর্নার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন মেলা চত্বর জুড়ে। রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। এছাড়া মেলা চত্বর জুড়ে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ। পরিবর্তে কাগজের ব্যাগ ব্যাবহারের নির্দেশ। এছাড়া সাধারন মানুষের যাতে কোন অসুবিধার মুখোমুখি হতে না হয় সেদিকে কড়া নজরদারী জেলা প্রশাসনের। এবারের গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য থাকছে 3700টি বাস ৷ প্রত্যেকটিতে রয়েছে GPS পরিষেবা । এ দিকে রাত পোহালেই বুধবার ভোরে সাগরমেলায় পুণ্যতিথিতে স্নান সারবেন পুণ্যার্থীরা। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন ভক্তেরা। সাগরমেলায় থিকথিক করছে ভিড়।
রাত পোহালেই মকর সংক্রান্তি
মঙ্গলবার,১৪/০১/২০২০
682
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---