উত্তর প্রদেশের মুূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার ফের একবার পড়ুয়াদের মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন বলেন, কাচের ঘরে নয়, CAA-NRC বিরোধী আন্দোলনে রাস্তাতেই থাকবো। সোমবারের পর মঙ্গলবার সন্ধ্যাতেও রানি রাসমনি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চে আসেন তৃণমলনেত্রী। মাইক হাতে বলেন, “আমি শুনতে এসেছি। মুখগুলো চিনতে এসেছি। সব সময় দেখার সুযোগ হয় না। আমাকেও তো জেনারেশন তৈরি করতে হবে। তোমরা বলো, আমি শুনব।”
মুখ্যমন্ত্রীর সামনে শুধু ছাত্রনেতারাই নন, CAA বিরোধী বক্তব্য রাখেন ধরনা মঞ্চে হাজির অধ্যাপকদের একাংশ। এরপর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
https://youtu.be/g7EtX9AP0tE
মমতা বলেন, উত্তর প্রদেশ সরকার তাদের রাজ্যে সিএএ লাগু করেছে বলে জানিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু যে আইন নিয়ে এখনও কোন স্পষ্টতা নেই তা কি করে লাগু হয় বা অনুপ্রবেশকারী বা কি করে চিহ্নিত হয়? এত তাড়া কিসের? প্রশ্ন মমতার।