NRC উত্তেজনার মধ্যে ভোগালী বিহু-র রং এ রঙীন


মঙ্গলবার,১৪/০১/২০২০
784

এনআরসি নিয়ে অসম যখন অগ্নিগর্ভ ঠিক সেইরকম এক সন্ধিক্ষণে রাজ্যে বিহু উৎসব। মঙ্গলবার ছিল ভোগালী বিহু। উত্তেজনা এবং আতঙ্কের মাঝেই সেখানে সাধারণ মানুষ এই উৎসবে মেতে উঠেছে। অসমের সেই উৎসবের ঢেউ মহানগরী কলকাতাতেও। কলকাতার অসম ভবনে এদিন ছিল উৎসবের মেজাজ। নাচ-গানের মধ্য দিয়ে বিহু উৎসবে মাতলো শহরের অসমীয়া নাগরিকরা। গানের তালে তালে তাদের সেই নাচের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যা হয়ে ওঠে আনন্দ মুখর। এই বিহু উৎসব এর তাৎপর্য ব্যাখ্যা করলেন আয়োজক সংস্থার প্রধান চন্দন কুমার ফুকন।

https://youtu.be/LCf4rnLdwcg

ভোগালী বিহুর মধ্য দিয়ে আবহনের বার্তা। আনন্দের বার্তা। পৌষ সংক্রান্তির অসমিয়া রঙিন নাচগান ও পিঠেপার্বন। এই উৎসব তাদের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি কতটা প্রশমিত করতে পারে এখন সেদিকেই তাকিয়ে অসমবাসি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট