অনুব্রত মণ্ডল এর মত লোকেরা যোগ দিয়েছে বলেই বাংলার রাজনীতি এতটা কলুষিত হয়েছে-দিলীপ


মঙ্গলবার,১৪/০১/২০২০
646

অনুব্রত মণ্ডল এর মত লোকেরা যোগ দিয়েছে বলেই বাংলার রাজনীতি এতটা কলুষিত হয়েছে। দুর্নীতি আর হিংসা পশ্চিমবাংলা কে গ্রাস করেছে। এদের অপসারণ করা দরকার এবং সেটা হবে। সাতসকালেই হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে তীব্র নিশানা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। প্রসঙ্গত অনুব্রত মণ্ডল দাবি করে, কেন্দ্রের উচিত দিলীপ ঘোষ কে গুলি করে মারা। এর উত্তর দিতে গিয়েই কড়া ভাষায় নিশানা মেদিনীপুর লোকসভার সাংসদের।

অন্যদিকে তার দাবি, পুরসভা ভোট আসতেই খুন মার্ডার শুরু হয়ে গিয়েছে খরোকপুর সহ সারা বাংলায়। যে মাফিয়া রাজ এর বিরুদ্ধে লড়াই করে বিজেপি জিতেছিলো, উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর খড়গপুর শহরে ফিরে আসছে সেই মাফিয়া রাজ! খড়্গপুরের মানুষের ভাবা দরকার কাদেরকে উপনির্বাচনে জিতেছেন। এবার পৌর ভোটকে সামনে রেখে মাফিয়া রাজ ইস্যুতে সরব হতে চলেছে বিজেপি শিবির। মঙ্গলবার সকালে খড়্গপুরে দাঁড়িয়ে এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট