ভোর রাতে মেনকার ঘর ভাঙ্গলো হাতি ,আহত হয়ে ভর্তি হাসপাতালে মেনকা


মঙ্গলবার,১৪/০১/২০২০
429

পশ্চিম মেদিনীপুর :- ভোর রাতে মেনকার ঘর ভাঙ্গলো হাতি। ভাঙ্গা ঘরে আহত হয়ে মেনকা ভর্তি হাসপাতালে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের শ্যামসুন্দর পুর গ্রামে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে রবিবার ভোরের আলো ফোটার আগেই খাবারের সন্ধানে বেরিয়ে শ্যামসুন্দর পুর গ্রামে হানা দেয় একটি আবাসিক হাতি। গ্রামের মাঝেই একটি মাটির কুঁড়ে ঘরে বাস করতেন ষাটোর্ধ মেনকা লোহার। ভোর তিনটা নাগাদ মেনকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় হাতিটি গ্রামের মাঝে ঢুকে মেনকার একমাত্র স্থায়ী বসতবাড়িটি ভাঙ্গচুর করে। ভাঙ্গা দেওয়ালের আঘাতে আহত হয় মেনকা। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। আহতের ছেলে বিশ্বনাথ লোহার জানান, মা একায় ওই বাড়িতে থাকতো। একটি আবাসিক হাতি দীর্ঘদিন এলাকার জঙ্গলে রয়েছে। মাঝেমাঝেই গ্রামে হানা দেয়। এদিনও দিয়েছিল। হাতিটিকে গ্রামবাসীরা কোনোমতে জঙ্গলের দিকে তাড়িয়ে আহতকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয় হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট