Categories: ভ্রমণ

প্রকৃতি

সুনিপা দত্ত : সময় অসময়ে হৃদয়ে তুফান ওঠে নিভৃতে মুহূর্ত কাটাবার।সে জঙ্গলের আসেপাশে হোক, পাহাড় কিম্বা অচেনা ঝোরা যাই হোক না কেন…. প্রকৃতিকে তো আমরা সবাই কমবেশি ভালোবাসি। কিন্তু প্রকৃতির জন্য ব্যাকুল হতে সত্যি পারি কি? যদি পারতাম তাহলে প্রকৃতির গুমরে গুমরে কেঁদে ওঠার যন্ত্রণাকে অনুভব করতে পারতাম।কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে,আমরা ভ্রমণপিপাসু বাঙালি উত্তরবঙ্গে যত্রতত্র ঘুরে বেড়াই।চেলখোলের শান্ত স্নিগ্ধ জলের নিচে ওই পাথরের গায়ের রেখাগুলো ক’জন লক্ষ্য করি? যতটুকু সময় প্রকৃতির সংস্পর্শে থাকি শুধু নিজেদের বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতে ব্যস্ত থাকি।কোলাহল, পানীয় সব কিছুর ভেতরে খেয়াল করি না একটি খঞ্জনা পাথরের ওপর আপন মনে নেচে চলেছে। খেয়াল করি না দূরের পাহাড়ের মোহময় রূপকে।জলের অপূর্ব সমূদ্র সবুজ রং এর মোহিনী রূপকেও হারিয়ে ফেলি বাহারি পোশাক আর স্যোসাল মিডিয়ায় স্টেটাসের মধ্যে।

চলেছিলাম চা বাগান আর পাহাড়ি চড়াই উতরাই পথ ধরে। ঠাণ্ডা বাতাস রোদ ঝলমলে আকাশ নিয়ে ইচ্ছে মনের সঙ্গে পাক খেতে খেতে উঠছি ওপরে।পাপড়খেতি চলে এল সে পথের মাঝখানে।সরু নদী কুল্ কুল্ করে বয়ে চলেছে। চারিদিকে পাহাড়,শান্তির এক বাতাবরণ…. হঠাৎ দানবের মত কয়েকটি গাড়ি চলে এল।নামল পর্যটক।নেমেই সামনের বড় পাথরে উঠে হৈ হৈ করে ছবি তুলতে লাগল। মুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশ কোন অতলে তলিয়ে গেল। প্রকৃতির উচ্ছ্বল হাসিমুখে দেখলাম আবার যন্ত্রণার ছায়া। কি অদ্ভুত কোনও এক গাড়ি থেকে ভেসে আসছে গান “এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার”…. সত্যি তো তাই।আমাদের আনন্দ উচ্ছ্বাস এই অকৃপণ উদার সৌন্দর্যকে বিঘ্নিত করছে প্লাস্টিক,মদের বোতল উপকরণের মধ্যে দিয়ে।

বর্ষায় ধস নামার ফলে খানিকটা খারাপ রাস্তা পেরিয়ে পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম।দুধারের ঝোপঝাড়,গাছে শীতকালে বড্ড ধুলো জমে যায়।তাই শীতের সময় নিয়ম অনুযায়ী চারিদিকে রুক্ষতার চিহ্ন স্পষ্ট। তবুও সুন্দর এ প্রকৃতি। পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রিতে।মনাস্ট্রির গেট পেরোতেই হিমেল হাওয়া ছেঁকে ধরল আমাদের। বাঁ দিকে তাকাতেই মনে জলতরঙ্গ বেজে উঠল।হালকা সোনালী রঙের কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে। কিন্তু মন ভরে দেখতে পারছি না। ছুঁতে পারছি না।এত ভিড়,এত সোরগোল,এত ক্যামেরা, মোবাইল…..আমিও তো বাদ নই। ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছি। লাভার ভিউ পয়েন্ট থেকে শুধু কাঞ্চনজঙ্ঘার দিকে মনপ্রাণ ভরে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব এমন মন কি সত্যি আছে?তার চেয়ে ছবি তুললে কাজে দেবে….মনাস্ট্রির ভিতরে দোকানে দরদাম করে জিনিস কিনলে কাজে দেবে। আপনারা হয়তো ভাববেন আমিও তো ছবি তুলে পোস্ট করে বাহবা নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি তো…আসলে ছবি তুলব অবশ্যই। কিন্তু কিভাবে, কতখানি তার হিসেব যে থাকে না।হিমেল হাওয়ায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কাঞ্চনজঙ্ঘার রূপ বদল দেখা বা মেঘের আড়াল থেকে তার উঁকি দেওয়া দেখি কজন?মন ক্যামেরায় সে রূপকে বন্দী করি কজন?…. উত্তর নেই এই সময়ে বদলে যাওয়া মনের কাছে। প্রকৃতি তাই তো অভিমান করে থেকে থেকে…. বুঝতে পারি না তার ভাষা।

৩০.১২.১৯।চেলখোল,পাপড়খেতি,লাভা।

Piyasa Dasgupta

Share
Published by
Piyasa Dasgupta

Recent Posts

ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন দোহাল

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…

4 days ago

ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন

আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…

4 days ago

তারা আর কোনো চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে না

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…

4 days ago

গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…

4 days ago

‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি :সুকান্ত

রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…

4 days ago

বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে নিবন্ধিকৃত হতে হবে

সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…

4 days ago