Oppo এবার তার F15 স্মাটফোনটির লঞ্চের আগে ফাঁস হল কয়েকটি স্পেসিফিকেসন


মঙ্গলবার,১৪/০১/২০২০
1301

Oppo এবার তার F15 স্মাটফোনটির লঞ্চের আগে ফাঁস হল কয়েকটি স্পেসিফিকেসন । Oppo তার নয়া স্মার্টফোনটি 16 ই ফেব্রুয়ারি লঞ্চ করতে প্রস্তুত। তবে সংস্থাটি লঞ্চের আগে কয়েকটি স্পেসিফিকেসন প্রকাশ করেছে। Oppo-র এই নয়া ফোনে থাকতে পারে প্রতিবেদন অনুসারে, Oppo F15 স্মার্টফোনটি আর কিছুই নয় Oppo A91 ব্র্যান্ডেডটির নয়া সংস্করণ। যা গত মাসে চীনে চালু হয়েছিল। Oppo A91-তে রয়েছে 6.4-ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং এটিতে মেডিটেক হেলিও পি 70 চিপসেট, 8 গিগাবাইট র‌্যাম, 128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, গেম বুস্ট 2.0, 4,025 mAh ব্যাটারি সাথে ভিওওসি 3.0 দ্রুত চার্জিং এবং কালারওএস 6.1 ভিত্তিক অ্যান্ড্রয়েড 9 পাই।

Oppo F15-এ রয়েছে ফ্রন্ট ক্যামেরা 16 এমপি এবং পেছনের ক্যামেরা 48 এমপি + 8 এমপি + 2 এমপি + 2 এমপি। Oppo-র তরফ থেকে জানাগিয়েছে যে আসন্ন স্মার্টফোনটির দাম হবে 20,000 টাকার নিচে হতে পারে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট