রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠান থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কলকাতা পোর্ট ট্রাস্টের থিম সংয়ের। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা পোর্ট ট্রাস্টের নামকরণ করলেন তিনি।
এদিনের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। আমন্ত্রিত থাকলেও এদিনের অনুষ্ঠানে যোগ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন কলকাতা পোর্ট ট্রাস্ট এর সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন করা হবে। উন্নতি করা হবে জলপথ পরিবহনকে। আর তার মধ্য দিয়ে পর্যটনের বিকাশ ঘটবে ।