গঙ্গাসাগরের পুণ্যস্নানে আসা তীর্থযাত্রীদের সব রকম সহযোগিতার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা ।যাতে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে সাগরে স্নান করে বাড়ি ফিরে যেতে পারে তাই আট নম্বর লটে থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে ভারত সেবাশ্রম সংঘ। রবিবার স্বেচ্ছাসেবকরা নামখানা থেকে মধুবন আসা মধুবন যেটিতে কয়েকজন প্রতিবন্ধী ও বৃদ্ধ-বৃদ্ধাদের উদ্ধার করে গঙ্গাসাগরে পৌঁছে দেন ।
এর পাশাপাশি যে সমস্ত নাগা সাধু গঙ্গাসাগরে এসেছেন সেই সাধু-সন্তদের শীতের কম্বল তুলে দেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ।তিনি বলেন, আড়াই হাজার স্বেচ্ছাসেবক তীর্থযাত্রীদের নানা পরিষেবা দেওয়ার কাজ করছেন। এর পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের গঙ্গাসাগর আশ্রম থেকে হাজার হাজার মানুষকে প্রতিদিন থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।