আগামী 72 ঘণ্টায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দুই তিন দিন শীতের আমেজ বজায় থাকবে। প্রথম 48 ঘণ্টা উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে ।
https://youtu.be/Y9tfyNswLiY
আগামীকাল কলকাতা তাপমাত্রা 12 ডিগ্রির আশেপাশে থাকবে। পরশুদিন থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে রাতের ধীরে ধীরে বাড়তে। নতুন 2 টি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা বাড়বে 48 ঘণ্টা পর।