আগামী বুধবার মকর সংক্রান্তি।


সোমবার,১৩/০১/২০২০
666

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দক্ষিন ২৪ পরগনাঃ রাজ্যে শীতের দাপট অব্যাহত। সন্ধ্যা নামতেই শহর জুড়ে শীতের আমেজ , সাথে বইছে উত্তরে হাওয়া। আগামী বুধবার মকর সংক্রান্তি। সামনেই মকর সংক্রান্তির স্নান। তাই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মানবসাগরের এই মেলাতে বাড়ছে মানুষের মহা-সমাগম। ইতিমধ্যে হাজার হাজার পুর্নার্থী ভিড় জমাচ্ছেন মেলায়। প্রতি বছর লক্ষ লক্ষ পুর্নার্থীদের সমাগম ঘটে গঙ্গাসাগর মেলায়।

আর এই মেলা উপলক্ষ্যে রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। প্রতি বছরের মত এই বছরেও বহু পুর্নার্থী রওনা দিয়েছেন গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং সাধুসন্তেরা গঙ্গাসাগর দ্বীপে গিয়ে হাজির হয়েছেন।মানবসাগরের এই মেলাতে বাড়ছে মানুষের মহা-সমাগম।আগামী বুধবার মকর সংক্রান্তি। এই দিনে গ্রামেগঞ্জে পুজো এবং পিঠেপার্বন উৎসব পালনের রীতি রয়েছে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট