দক্ষিন ২৪ পরগনাঃ প্রতি বছরের মত এই বছরেও গঙ্গাসাগরের মেলা উদ্দেশ্যে ধীরে ধীরে বেড়ে চলেছে পুর্নাথীদের ভীড়। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভক্তের ঢল নামে সাগরে। এবছর দর্শনার্থীদের সংখ্যা অন্যবছরের তুলনায় বেশি হবে বলেই মনে করা হয়েছে।পাশাপাশি গঙ্গাসাগর মেলার জন্য রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। প্রতিবছর হাজার হাজার পুর্নাথী ভীড় জমান গঙ্গাসাগর মেলায়। সূত্রের খবর “এই প্রথমবার এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে । 2টি এয়ার ও 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে । পাশাপাশি বিশেষ প্রয়োজনের জন্য১টি হেলিকপ্টার সর্বক্ষণ থাকবে, সঙ্গে থাকবে ফ্লাইং স্কয়্যাডের ৬টি দল ।”আগামী ৮ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা । মেলায় আসা দর্শনার্থীদের কথা মাথায় রেখে হাসপাতালগুলিকে অতিরিক্ত পরিষেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভক্তের ঢল নামে সাগরে। এবছর দর্শনার্থীদের সংখ্যা অন্যবছরের তুলনায় বেশি হবে বলেই মনে করা হয়েছে।
রবিবার,১২/০১/২০২০
888
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---