১৫০ বছরের অনুষ্ঠানের সূচনাতেই বদলে গেল কলকাতা বন্দরের নাম। আজ নতুন নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রবিবার,১২/০১/২০২০
549

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আজ কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন মোদী। আজকের অনুষ্ঠানে কলকাতা বন্দর এ দেশের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার উল্লেখ করেন তিনি। কলকাতা বন্দরের নামকরেণ করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দেশে শিল্পায়ণের প্রণেতা, বাংলার উন্নয়নের স্বপ্ন দেখা এবং গোটা দেশে অভিন্ন বিধানের প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখেপাধ্যায়ের নামে আমি এই বন্দরের নামকরণ করছি।এছাড়া তিনি আরও বলেন এই বন্দর শুধু মালবাহকদের জায়গা নয়, জ্ঞানবাহকদের পা-ও এই বন্দরে পড়েছে। কলকাতা বন্দর শুধু জাহাজের যাতায়াতের জায়গা নয়। পুরো ইতিহাস এই বন্দরের মধ্যে সমাহিত।

 

গতকাল শহর কলকাতায় এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাতে তিনি যান বেলুড় মঠে। এই সফর উপলক্ষে শুক্রবার রাত থেকেই মঠ ও সংলগ্ন রাস্তাঘাট, গঙ্গার জলপথ, ফেরিঘাট নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিল পুলিস। আজ রবিবার বেলুড় মঠে বিবেকানন্দ জয়ন্তীতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বেলুড়ে আসাটা কোনও তীর্থযাত্রায় আসার থেকে কম কিছু নয়। এবং বেলুড়ে রাত্রি যাপনের সুযোগ পেয়ে তিনি অভিভূত । সন্ন্যাসীদের সান্নিধ্যে তিনি মুগ্ধ।রবিবার সকাল থেকে বেলুড় মঠে একাধিক অনুষ্ঠান রয়েছে। বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবসে মঠের অনুষ্ঠান মঞ্চ থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ রাখেন  তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট