TANHAJI-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশান ১৫.১০ কোটি


রবিবার,১২/০১/২০২০
1199

TANHAJI-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশান ১৫.১০ কোটি টাকা। দেশে বর্তমান যে রাকোম পরিস্থিতি একদিকে CAA, অন্যদিকে JNU-র বিক্ষোভ জুড়ে সারা ভারত যখন উত্তপ্ত, আর তারি মাঝে মুক্তি পেল গত শুক্রবার অজয় দেবগনের TANHAJI হিন্দি ছবি। বহুদিন বাদে অজয় দেবগণ ও কাজলকে একসাথে বড়ো পর্দায় দেখা গেল। Tanhaji-তে নিজেদের সাধ্য মতো অভিনয় করেছেন এই দুই জুটি। প্রথম দিনের বক্স অফিস কালেকশন ১৫.১০ কোটি টাকা। তবে এই ছবির প্রথম দিনের

কালেকশন আশা করা হয়েছিল যে ছবিটি ২০ থেকে ৩০ কোটি টাকা। অজয় দেবগন ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলি খান ও কাজল। এই ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত। TANHAJI ছবির সাথে আর একটি হিন্দি ছবি দীপিকা অভিনীত Chhapaak একুই দিনে মুক্তি পেয়েছিল। প্রতিদ্বন্দ্বিতার দিক দিয়ে ছবি দুটি কম ছিলনা। তবে দেখা গেছে

Tanhaji-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশান ১৫.১০ কোটি টাকা, আর দীপিকা অভিনীত Chhapaak-এর ঝুলিতে আসে ৪.৭৭ কোটি টাকা। এথেকে বোঝা যাছে যে অজয়-কাজলের TANHAJI এক ধাপ এগিয়ে গেছেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট