বামেদের ডাকা ভারত বনধের বেশ কিছুটা প্রভাব পড়েছে হাওড়া গামী এলাকাতে


বুধবার,০৮/০১/২০২০
634

হাওড়া,আমতা: নাগরিকত্ব আইন ও অস্বাভাবিক বাজার দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বামেদের ডাকা ভারত বনধের বেশ কিছুটা প্রভাব পড়েছে হাওড়া গামী এলাকাতে।

সকাল থেকেই হাওড়া জেলা জুড়ে ধর্মঘটের চিত্র চোখে পড়েছে।সকাল ৮:৩০ নাগাদ আমতা কলাতলা মোড়ে বাম সমর্থকেদের অবরোধ করতে দেখা যায়।আমতা বিভিন্ন এলাকায় দোকান বন্ধেরও ছবি চোখে পড়েছে।দক্ষিণ-পূর্ব খড়গপুর শাখায় বেশ কিছু লোকাল ট্রেন, দূর পাল্লার ট্রেন চলাচল ব‍্যাহত হয়। সকাল থেকেই গ্ৰাম থেকে শহর মুখি বেসরকারি একটিও বাস চলতে দেখা যায় নি। আমতা বাস ষ্ট্যান্ডে বেসরকারি বাসের দেখা মেলেনি।

আমতা ধর্মতলা রুটের সরকারি বাস চাললেও তবে সময় মতোন বাস চলাচল করছে না দাবি করছেন নিত্যযাত্রীরা। আমতা থেকে ১৬ টি রুটের সমস্ত বেসরকারি বাস বন্ধ। ফলে ছাত্র-ছাত্রী থেকে সাধারন মানুষ চরম দুর্ভোগে মধ্যে পড়েছেন।জয়পুরের বাসিন্দা মিন্টু মালিক জানান, উলুবেড়িয়ায় যাব বলে বেরিয়েছি। আমতায় এসে সকাল সাতটা থেকে দাঁড়িয়ে আছি একটাও বাস পায়নি। উদয়নারায়ণ পুরের বাসিন্দা প্রমিলা সরকার নামে এক গৃহবধূ ছেলেকে নিয়ে বেরিয়েছেন পিজিতে ডাক্তার দেখাতে যাবে বলে বাস না পাওয়ার ফলে দুর্ভোগের মধ্যে পড়েছেন।

তবে সকাল থেকেই মোড়ে মোড়ে পর্যাপ্ত পরিমাণে পুলিশের দেখা মিলছে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু দোকান বাজারে সঙ্গেও আমতা এলাকায় বেশকিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধেরও ছবি ধরা পড়েছে।এক বাম কর্মী সমর্থক জানান আমাদের ডাকা বন্ধে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট