বাংলাদেশে ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ


সোমবার,০৬/০১/২০২০
629

ডেস্ক রিপোার্ট, ঢাকা: ওয়ানটাইম (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে হাইকোর্ট। এক বছরের জন্য দেশের হোটেল, মোটেল ও উপকূলীয় অঞ্চলে এ সব পণ্য ব্যবহার করা যাবে না। ৬ জানুয়ারি সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, পলিথিন ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে বিদ্যমান আইনি নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে হবে।

এ জন্য সরকারকে বাজার তদারকি, পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রুলে ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের নিরাপদ বিকল্প কী হতে পারে সে বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে নাতা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও সাঈদ আহমদ কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পলিথিন বা প্লাস্টিক ব্যাগ ও ওয়ানটাইম প্লাস্টিক পণ্যের যত্রতত্র ব্যবহার, উৎপাদন ও বিক্রির বৈধতা নিয়ে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ১১টি সংগঠন এ রিটটি করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট