এর আগেও বাইশ গজে বহু রেকর্ড গড়েছেন এবং ভেঙ্গেছেন ভারতের অধিনায়ক কোহলি। বর্তমান তাঁর পারফরম্যান্স নজড় কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বের। ম্যাচের গুরুত্বপুর্ন সময়ে বারবার জ্বলে উঠেছে তাঁর ব্যাট। এছাড়া বহুবার তিনি নিজের দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজ তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় দল। আগের সিরিজ গুলিতে তাঁর নজরকাড়া পারফরম্যান্স মুগ্ধ করেছে গোটা ক্রিকেটবিশ্বকে। আজ আবার নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে ক্যাপ্টেন কোহলি। মাত্র এক রান করলেই সতীর্থ রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ক্যাপ্টেন কোহলি।আপাতত টি২০ ফর্ম্যাটে ২,৬৩৩ রান করে বিরাট–রোহিত যুগ্মভাবে শীর্ষস্থানে। পাশাপাশি আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে পারেন ভারতীয় দলের অন্যতম তারকা পেসার জশপ্রীত বুমরাকে। তবে আজ ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নেমেছে । আজ ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্ত হটাত অঝোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারনে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
মাত্র এক রান করলেই সতীর্থ রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন ক্যাপ্টেন কোহলি।
রবিবার,০৫/০১/২০২০
680
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---