BSNL এবার নয়া ব্রডব্যান্ড প্রিপেড প্যাক চালু করেছে , যাতে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা


শুক্রবার,০৩/০১/২০২০
1226

BSNL এবার নয়া ব্রডব্যান্ড প্রিপেড প্যাক চালু করেছে , যাতে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। BSNL গ্রাহকদের জন্য 299 এবং 491 টাকার দুটি নতুন ব্রডব্যান্ড পরিকল্পনা চালু করেছে। আর এই পরিকল্পনায় গ্রাহকরা সীমাহীন ভয়েস কলের সাথে 20 MB/S গতি সম্পন্য ডেটা স্পিটের সুবিধা পেতে পারে। তবে এগুলি নতুন ব্যবহারকারী এবং BSNLল্যান্ডলাইন গ্রাহকদের জন্য উপলব্ধ। BSNL-এর এই 299 এবং 491 টাকার ব্রডব্যান্ড পরিকল্পনা এক মাসের মেয়াদ সম্পন্য।

সম্প্রতি, BSNL তার গ্রাহকদের জন্য ক্রিসমাস এবং নতুন বছরের অফার ঘোষণা করেছে। অফারটি 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। যা আগামী বছরের 31 জানুয়ারি শেষ হবে। এই প্রিপেইড পরিকল্পনাটি 1,999 টাকা করা হয়েছে, যেখানে 365 দিনের মেয়াদের পরিবর্তে 425 দিন করেছে BSNL। গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটা, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS করতে পারবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট